Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেনঃ

 

·        ভোটার তালিকা প্রস্তুত ও হালনাগাদ করণঃ নির্বাচন কমিশনের নির্দেশনা ও সময়সূচী অনুযায়ী ১৮বৎসর বয়স পূর্ন স্বাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নাম  ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে  ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করা হয় ।
 

·        ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি/কর্তন/স্থানান্তরঃ প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ করণের সময় এ কাজগুলো নিজ উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে করা হয় ।
 

·        প্রবাসী ভোটারের নাম ভোটার তালিকা অন্তর্ভুক্ত করণঃ যদি বাংলাদেশের  কোন স্থায়ী নাগরিক  ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালীন সময়ে  দেশের বাইরে অবস্থান করেন  সেক্ষেত্রে- তার বিদেশে অবস্থানের বৈধ লাইসেন্স এর কপিসহ জম্ম সনদ,নাগরিকত্ব সনদ ও অন্যান্য কাগজপত্র  নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে নির্ধারিত ফরম ২ ও ১১নম্বর পূরণ সাপেক্ষে  আবেদন করতে হবে  ।  তার উক্ত আবেদন  উপজেলা নির্বাচন অফিসার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে  প্রেরণ করবেন এবং  জেলা নির্বাচন অফিসার তাহা মহাপরিচালক,জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ,ইসলামিক ফাউনেডশন ভবন(৭ম তলা), আগারগাঁও,ঢাকা এর বরাবরে  প্রেরণ করবেন । এরপর আবেদনকারীকে উলেলখিত ঠিকানা অনুযায়ী স্ব-শরীরে হাজির হয়ে ছবি তুলতে হবে ।
 

·        ভোটার তালিকা থেকে ভোটারের তথ্য প্রদর্শন/প্রদানঃ ভোটার তালিকা হতে কোন তথ্য প্রদর্শন এবং প্রদানের ক্ষেত্রে-২৫/-টাকা মূল্যের কোর্ট ফি ষ্ট্যাম্প সংযুক্ত করে জেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করতে হবে ।  শুধুমাত্র প্রদর্শন করতে আবেদনের সাথে ৫০/-টাকার ট্রেজারী চালান এবং কোন তথ্যের হার্ডকপি A4সাইজের ১ পৃষ্ঠা ১০০/- পরবর্তী পৃষ্ঠার জন্য ৫০/- টাকা হারে জমা দিতে হবে (ট্রেজারী চালান নং-১-০৬০১-০০০১-২৬৩১) ।
 

·        ভোটার তালিকার সার্টিফাইড কপি প্রদানঃ ভোটার তালিকার সার্টিফাইড কপি নেয়ার ক্ষেত্রে-২৫/-টাকার কোর্ট ফি ষ্ট্যাম্প সংযুক্ত করতে হবে এবং প্রতি নামের স্বপক্ষে ১০০/- টাকার ট্রেজারী চালান জমা দিতে হবে (ট্রেজারী চালান নং-১-০৬০১-০০০১-২৬৩১) ।
 

·        হারিয়ে যাওয়া আইডি কার্ড প্রাপ্তি সংক্রান্তঃ হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে-প্রথমে সংশিলষ্ট থানায় ভোটার/আইডি নম্বর(জেলা অথবা থানা নির্বাচন অফিসে পাওয়া যাবে)দিয়ে সাধারণ ডাইরী করতে হবে । তারপর সাধারণ ডাইরীর মূল কপি সংযুক্ত করে মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ,ইসলামিক ফাউন্ডেশন ভবন(৭ম তলা), আগারগাঁও,ঢাকা এর কার্যালয়ে হাজির হয়ে একটি নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে । তারপর  সেখান থেকে কার্ড প্রদানের সময় ও তারিখ উল্লেখ পূর্বক একটি স্লীপ প্রদান করবেন ।  স্লীপে উল্লেখিত সময় ও তারিখ অনুযায়ী কার্ড  তোলা যাবে ।
 

·        জাতীয় পরিচয়পত্র সংশোধনঃ জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে-সরাসরি মহাপরিচালক,জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ইসলামিক ফাউন্ডেশন ভবন(৭ম তলা),আগারগাঁও,ঢাকা এর কার্যালয়ে  হাজির হয়ে  সংশোধন সংক্রান্ত ফরম পুরণ করে সংশোধনের স্বপক্ষে কাগজপত্র দাখিল করতে হবে । আবেদনকারী এস,এস,সি পাশ হলে তার অনুলিপি সংযুক্ত করতে হবে ।